ঢাকা, ১১ মেঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি/ইউনিট কর্তৃক কোভিড-১৯ মহামারি মোকাবেলায় এতিম ও দুস্থ শিশুদের মধ্যে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণসহ মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায়, সোমবার (১০-০৫-২১) বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম কর্তৃক ঘাঁটির পাশর্^বর্তী ৪০ নং ও ৪১ নং ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ৩০৪ জন এতিম ও দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী, পাজামা ও থ্রী-পিচসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও, অত্র ঘাঁটিতে কর্মরত অস্থায়ী বেসামরিক কর্মচারীদের মাঝে পাঞ্জাবী ও শাড়ী বিতরণ করা হয়। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ও ঘাঁটির অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উক্ত ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তাছাড়াও, বিমান বাহিনী র্যাডার ইউনিট, বগুড়া কর্তৃক ইউনিটের পাশর্^বতী বারপুর এলাকার বিভিন্ন মাদ্রাসার ৫০ জন এতিম ও দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী, পাজামা, টুপি ও থ্রী-পিচসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণের সময় বিমান বাহিনী র্যাডার ইউনিট, বগুড়া এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী মানবিক সহায়তা অব্যাহত রাখার মাধ্যমে জনগণের পাশে থাকবে।