Home » বাংলাদেশ বিমান বাহিনী অফিসার্স ক্লাব এর ভিত্তি প্রস্তর স্থাপন

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার্স ক্লাব এর ভিত্তি প্রস্তর স্থাপন

Author: আইএসপিআর

ঢাকা, ১৯ অক্টোবর:- বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার্স ক্লাব, ঢাকা এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান মঙ্গলবার (১৯-১০-২০২১) অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ উক্ত ক্লাব এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিমান বাহিনী প্রধান ক্লাবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে অনুষ্ঠিত মোনাজাতে অংশগ্রহণ করেন।

বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে জাতীয় উন্নয়নের সাথে সংগতি রেখে বিমান বাহিনীর অপারেশনাল, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিমান বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ১২তলা বিশিষ্ট এই অফিসার্স ক্লাব এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় যেখানে বিমান বাহিনীর কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা। উক্ত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট