২৪২
ঢাকা, ০৫ জুনঃ- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী সহ একটি প্রতিনিধি দল এবং এটিএন বাংলার চেয়ারম্যান জনাব ডক্টর মাহফুজুর রহমান আজ রবিবার (০৫-০৬-২০১৬) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশ হকির উন্নয়নের জন্য ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে আগামী ৩ বছর স্কুল হকি সহ পাইওনিয়ার লীগে স্পন্সর-এর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সেই সাথে এটিএন বাংলা মিডিয়া পার্টনার হিসেবে বরাবরের মত হকির সাথে থাকার অঙ্গীকারাবদ্ধ হন।