ঢাকা, ১৪ অক্টোবরঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সস্ত্রীক এবং ০২ জন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে ১৪ অক্টোবর ২০২৪, সোমবার জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি এর আমন্ত্রণে ১৪-১৮ অক্টোবর ২০২৪ তারিখ জাপান সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিতব্য ‘Air Force Forum in Japan (AFFJ)’ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘Indo-Pacific Air Chiefs Conference in Takyo (InPACT)’-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ যোগদান করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সফর শেষে আগামী ১৮ অক্টোবর ২০২৪ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জাপান গমন
১৮৮