ঢাকা, ২৭ অক্টোবর: সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গত ২৫ অক্টোবর ২০২৫, শনিবার বৈদেশিক সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কোরিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত Seoul International Aerospace & Defense Exhibition (ADEX)-2025 এ অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরের উদ্দেশ্যে গত ১৮ অক্টোবর ২০২৫, শনিবার ঢাকা ত্যাগ করেন।