২৮৪
ঢাকা, ১৫ আগস্ট ২০২২ ঃ – বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সোমবার (১৫ আগস্ট ২০২২) বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন করা হয়। এ উপলক্ষে বাফওয়া কেন্দ্রীয় পরিষদ প্রাঙ্গনে কোরআন খতম, দোয়া-মোনাজাত এবং অন্ধ, এতিম ও দুস্থঃদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এরপর বাফওয়ার সম্মানিত সভানেত্রী তাহমিদা হান্নান ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষ
দোয়া-মোনাজাত করেন।
উক্ত অনুষ্ঠানে বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দসহ সকল সদস্যা/সদস্যগণ এবং বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।