১৭৫
ঢাকা, ২৭ জুলাই ২০২০ঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদ্যাপনের নিমিত্তে বঙ্গবন্ধু স্মারক বৃক্ষরোপণ অভিযান এবং বিশেষ শ্লোগান “সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রচার করতঃ বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সোমবার (২৭-০৭-২০২০) বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচী পালন করা হয়। বাফওয়ার সম্মানিত সভানেত্রী ইয়াসমিন জামান একটি ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচীর শুভ সূচনা করেন। বাফওয়ার সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহ একযোগে সংশ্লিষ্ট ঘাঁটি/ইউনিটসমূহের অভ্যন্তরে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।