২৩৯
ঢাকা, ০৭ জানুয়ারি:- ফোর্সেস গোল ২০৩০ মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি আজ রবিবার (০৭-০১-২০১৮) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে পরিকল্পনা শাখার উদ্ধোধন করেন। এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে সহকারি বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এর দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে বিমান বাহিনী সদর দপ্তরে ১১০০ ঘটিকায় দায়িত্বভার গ্রহণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।