Home » বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ শুরু

বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ শুরু

by আইএসপিআর

ঢাকা, ১৫ মে ২০১৬:- বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া (সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং) প্রতিযোগিতা-২০১৬ আজ রবিবার (১৫-০৫-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সদর দপ্তর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় আর্মি সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসান, কমান্ডার, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ০৯টি ডিভিশন এবং ০৩টি স্বতন্ত্র ব্রিগেডসহ সর্বমোট ১২টি দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ৫০ মিটার ফ্রি স্টাইল (নবীন), ১০০ মিটার বাটার ফ্লাই, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ১০০ মিটার ব্যাক স্ট্রোক এবং ৪ঢ ১০০ মিটার ফ্রি স্টাইল রীলে প্রতিযোগিতা এবং ওয়াটার পোলো খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী দিনে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, জেসিও, এনসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ মে ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে।

You may also like