ঢাকা, ১৩ নভেম্বর ২০১৮ঃ সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি আজ মঙ্গলবার (১৩-১১-২০১৮) সংযুক্ত আরব আমিরাত এর সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ লেঃ জেনারেল হামাদ মোহাম্মেদ থানি আল রুমাইদি (খঃ এবহ ঐধসধফ গড়যধসসবফ ঞযধহর অষ জঁসধরঃযর) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার (অষ-ঐধসৎধ ঈড়সনধঃ ঞৎধরহরহম ঈবহঃবৎ) পরিদর্শন করেন।
উল্লেখ্য, সেনাপ্রধান গত ১২ নভেম্বর ২০১৮ তারিখ সংযুক্ত আরব আমিরাত এর ল্যান্ড ফোর্সেস কমান্ডার মেজর জেনারেল সালেহ্ মোহাম্মদ সালেহ্ মেগরেন আল-আমিরি (গধল এবহ ঝধষবয গড়যধসসধফ ঝধষবয গবমৎবহ অষ-অসবৎর) এর সাথেও সৌজন্য সাক্ষাত করেন এবং ল্যান্ড ফোর্সেস ইনস্টিটিউট (খধহফ ঋড়ৎপবং ওহংঃরঃঁঃব) পরিদর্শন করেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামীকাল বুধবার (১৪-১১-২০১৮) দেশে প্রত্যাবর্তন করবেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত এর সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ এর সাথে সৌজন্য সাক্ষাত
২৬১