Home » বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০১৯ সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০১৯ সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা,২৮ জুলাই ২০১৯ ঃ বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার (২৮-৭-২০১৯) সিলেট সেনানিবাসে অনুষ্ঠিত হয়ু জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি,এনডিইউ,পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন হতে মোট ১৩টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫৫ ভপ¡¢ধখ ¢ঢ¢রহব অঞ্চল চ্যাম্পিয়ন এবং ৬৬ ভপ¡¢ধখ ¢ঢ¢রহব রানারআপ হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ৩৩ পদাতিক ডিভিশনের ইউপি ল্যা›স কর্পোরাল সেলিম হোসেন এবং শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক মোঃ আরিফুল ইসলাম ।

এ সময় সকল দলের খেলোয়াড় ছাড়াও সিলেট সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট