Home » বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াস প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াস প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ০৪ আগস্ট ২০১৬ ঃ বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াস প্রতিযোগিতা-২০১৬ এর সমাপনী ও পুর¯কার বিতরণী আজ বৃহস্পতিবার (০৪-৮-২০১৬) সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত¦াবধানে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন (কুমিল্লা অঞ্চল) দল চ্যাম্পিয়ন এবং লজিস্টিকস্ এরিয়া (ঢাকা অঞ্চল) দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। কুমিল্লা অঞ্চল দলের সৈনিক মোঃ রফিকুজ্জামান প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন।

সেনাবাহিনীর কুমিল¬া এরিয়া কমান্ডার ও জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ এনায়েত উল¬্যাহ-কে বৃহস্পতিবার (০৪-৮-২০১৬) কুমিল¬া সেনানিবাসে সমাপ্ত সেনাবাহিনী স্কোয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল¬া অঞ্চল দলের খেলোয়াড়দের সাথে দেখা যাচ্ছে। ছবিঃ আইএসপিআর

সেনাবাহিনীর কুমিল¬া এরিয়া কমান্ডার ও জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ এনায়েত উল¬্যাহ-কে বৃহস্পতিবার (০৪-৮-২০১৬) কুমিল¬া সেনানিবাসে সমাপ্ত সেনাবাহিনী স্কোয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল¬া অঞ্চল দলের খেলোয়াড়দের সাথে দেখা যাচ্ছে।                                                                                                                 ছবিঃ আইএসপিআর

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ এনায়েত উল্ল্যাহ,এনডিইউ, পিএসসি (Md Enayet Ullah,ndu,psc) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় কুমিল্লা অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ সকল পদবির সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ আগষ্ট ২০১৬ তারিখ থেকে আজ ০৪ আগস্ট ২০১৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট