ঢাকা, ০৯ নভেম্বর ২০১৬: সুদানের দারফুরের জাতিসংঘ মিশনে বাংলাদেশী শান্তিরক্ষী কন্টিনজেন্ট ফোর্স রিজার্ভ কোম্পানী-২ এর তত্তাবধানে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় দারফুরের এল-জেনিনায় অবস্থিত শরনার্থী শিবিরে সম্প্রতি চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী ঐ কার্যক্রমে প্রায় ৫ শতাধিক অসহায় দুঃস্থদের বিনামূল্যে ইসিজি,শর্করা পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়।
সুদান সরকারের নগরায়ন ও পরিকল্পনা মন্ত্রী মি: মার্জানী (MERGANI) সহ জাতিসংঘের উচ্চ পদস্থ কর্মকর্তারা গত ০২ নভেম্বর অনুষ্ঠিত চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। উল্লেখ্য, উক্ত সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধী দুঃস্থদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন ও শিক্ষা সহায়ক বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশী শান্তিরক্ষী কন্টিনজেন্ট ফোর্স রিজার্ভ কোম্পানী-২ ইতিপূর্বে ও এ ধরনের মহতী সেবা কার্যক্রম পরিচালনা করে স্থানীয়দের মধ্যে ব্যাপক গ্রহনযোগ্যতা অর্জন করেছে।
বাংলাদেশ সেনা শান্তিরক্ষী কর্তৃক দারফুরের শরণার্থী শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা
১৭০