২১৬
ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০২০ ঃ- গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৩-০২-২০২০) বান্দরবান জোন সদর হতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বান্দরবান শহরের একটি হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে দুটি একে-২২ রাইফেল (চীন ও রাশিয়ার তৈরী), দশ রাউন্ড গোলাবারুদ ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীদল অস্ত্র ও গোলাবারুদ রেখে পালিয়ে যায়। বর্তমানে উক্ত স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।