৪৭২
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ঃ- বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী, ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪-০২-২০১৭) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভানেত্রী বাফওয়া কেন্দ্রীয় কমিটি ও চেয়ারপারসন বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী, ঢাকা তাসনীম এসরার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। তিনি বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।