ঢাকা, ১৩ আগস্ট: বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন (বিএসআই) এর বার্ষিক বিজ্ঞান মেলা-২০১৮ আজ সোমবার (১৩-৮-২০১৮) বারিধারা ডিওএইচএস স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ মোজাম্মেল হক, পিএসসি, কমান্ড্যান্ট সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপো (সিওডি) ঢাকা সেনানিবাস, চেয়্যারম্যান, গভর্ণিং বডি, বিএসআই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএসআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজা তাহের। সম্মানিত প্রধান অতিথি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ মেলায় প্রদর্শিত সবগুলো প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তাদের বিজ্ঞানভিত্তিক, সৃষ্টিধর্মী প্রতিভা এবং চিন্তাচেতনার প্রশংসা করেন।
এ ছাড়াও সম্মানিত অভিভাবক ও অতিথিবৃন্দ এ মেলা ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন এবং বিএসআই বিজ্ঞান মেলায় প্রদর্শিত প্রজেক্ট সমুহের গুণগত মানের অধিক প্রশংসা করেন।