ঢাকা, ২৯ মার্চ ২০১৮: মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে ২৯ মার্চ ২০১৮ তারিখ বৃহস্পতিবার ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন- জেনারেল এর উদ্যোগে “Loan Default Culture in Banking Sector of Bangladesh: The Way Forward” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির (Mr. Fazle Kabir) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই (Major General Md Emdadul-Ul-Bari, ndc, psc, te) ও উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার(Professor M Abul Kashem Mozumder, PhD). .। প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. এ বি এম মোঃ আজিজুল ইসলাম (Dr. A.B.M. Md. Azizul Islam) , তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক উল হক, এনডিসি, পিএসসি (Brig Gen Md Faruque-ul-Haque, ndc, psc ) সেমিনারে সভাপতিত্ব করেন এবং ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-জেনারেল এর প্রভাষক শাহরিন আশরাফ (Shahrin Ashraf) সেমিনারটি সঞ্চালনা করেন।
উক্ত অনুষ্ঠানে বিইউপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।