ঢাকা, ০২ অক্টোবর ২০১৭: আজ সোমবার (০২-১০-২০১৭) মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এ সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর যৌথ উদ্যোগে “How can Knowledge Management be used in Armed Forces”শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান, এনডিসি, পিএসসি, মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি।
সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধবক্তা হিসেবে ড. আর্থার শেলী, রয়েল মেলবর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি (আরএমআইটি) ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিইউপির উপ উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার, আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।