Home » বিএএফ আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা সমাপ্ত

বিএএফ আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা সমাপ্ত

by আইএসপিআর

যশোর, ১৭ অক্টোবরঃ- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৭-১০-২০১৯) যশোরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান খেলার মাঠে সমাপ্ত হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল রানার-আপ হবার গৌরব অর্জন করে। তারা চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলকে ৬৫-৩৬ পয়েন্টে পরাজিত করে। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলের এলএসি রাকিব সেরা খেলোয়ার বিবেচিত হন।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার, বিবিপি, ওএসপি, এনডিসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য যে, ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৬টি দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

You may also like