ঢাকা, ১৮ জুলাইঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং ৫১তম ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠান সোমবার (১৮-০৭-২০১৬) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় তিনি সাবেক বিমান বাহিনী প্রধানবৃন্দ ও ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলের সাবেক অধিনায়কদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত পেশায় অন্তর্ভুক্ত হলেন যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন কর্মকর্তা এই কোর্সে অংশগ্রহণ করেন। স্কোয়াড্রন লীডার ইমন আহসান জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানের শুরুতে ফ্লাইং ইনস্ট্রাক্টর্স স্কুলের অধিনায়ক উইং কমান্ডার মোঃ মেজবাহ উদ্দিন, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন প্রধানগণ, ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ শফিকুল আলম, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোহাম্মদ মফিদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, বিমান সদর ও ঘাঁটিস্থ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।