বগুড়া, ২৮ নভেম্বর ২০১৭ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস্ কোর্স ও ১ম এভিয়েশন ইন্সট্রাক্টরস্ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৮-১১-২০১৭) বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়াতে অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হল যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।
বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের এবং ১০ জন কর্মকর্তা এভিয়েশন ইন্সট্রাক্টরস্ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র অর্জন করেন। ৫৩তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লীডার মোঃ ফাবে-উজ-জামান, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ লাভ করেন।
ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক উইং কমান্ডার এম নাইমুজ্জামান খান, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএএফ ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্স ও এভিয়েশন ইন্সট্রাক্টরস্ ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠিত
২০৫