ঢাকা, ১২ মে ঃ বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস) এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৩-২৪ বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত শাহীন হলে রবিবার (১২-৫-২০২৪) অনুষ্ঠিত হয়।
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং ২০২৩ সালের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের মধ্যে ‘বিমান বাহিনী প্রধান ক্রেস্ট’ এবং সনদপত্র বিতরণ করেন। ২০২৩ সালের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের মধ্যে ০৩ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর এবং ০১ জন শিক্ষার্থী বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করায় প্রধান অতিথি ভূয়সী প্রশংসা করেন।
উক্ত অনুষ্ঠানে জুনিয়র গ্রুপ থেকে আরিশা নাসের এবং সিনিয়র গ্রুপ থেকে সাহিল ওয়াজির মামুন কে ২০২৩ এর শ্রেষ্ঠ শিক্ষার্থীর পদক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে জুনিয়র গ্রুপ থেকে তানিয়া আবিদ, সিনিয়র গ্রুপ থেকে রুহুল কাদির এবং কলেজ গ্রুপ থেকে শাহানা সুলতানাকে “শ্রেষ্ঠ শিক্ষক ২০২৩” পদক প্রদান করেন। এছাড়াও প্রধান অতিথি হাউজ ভিত্তিক বিভিন্ন পুরস্কার প্রদান করেন। একাডেমিক বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে ভেনাস হাউজ এবং রানার আপ ট্রফি লাভ করে মার্কারি হাউজ। সাংস্কৃতিক বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে জুপিটার হাউজ এবং রানার আপ ট্রফি লাভ করে মার্কারি হাউজ। সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে মার্কারি হাউজ এবং রানার আপ ট্রফি লাভ করে ভেনাস হাউজ।
এ উপলক্ষ্যে প্রধান অতিথি বিএএফ সেমস এর শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জনের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিএএফ সেমস এর পরিচালনা পর্ষদের সভাপতি এবং বি এ এফ ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিএএফ সেমস এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি তার স্বাগত বক্তব্যে কলেজের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। সনদপত্র বিতরণের পর দর্শকরা কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতার ও নাটক উপভোগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, অভিভাবকগণ এবং কলেজের শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।