Home » বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ০৫ মার্চ ঃ- বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস্) এর বার্ষিক পুরস্কার বিতরণী (২০২২-২৩) ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ রবিবার (০৫-০৩-২০২৩) ঢাকা সেনানিবাসস্থ শাহীন হল-এ অনুষ্ঠিত হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডবিøউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম থেকে দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অধিকারী, ২০২২ এর সেরা শিক্ষার্থী এবং ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল ২০২২ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিজয়ীদের মাঝে ‘বিমান বাহিনী প্রধান ক্রেস্ট’ এবং সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে জুনিয়র গ্রæপ থেকে ০১ জন এবং সিনিয়র গ্রæপ থেকে ০১ জনকে ২০২২ এর শ্রেষ্ঠ শিক্ষার্থীর পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে ০৩ জনকে “শ্রেষ্ঠ শিক্ষক ২০২২” পদক প্রদান করা হয়। এছাড়াও প্রধান অতিথি হাউজ ভিত্তিক বিভিন্ন পুরস্কার প্রদান করেন। একাডেমিক বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে মার্স হাউজ এবং রানার আপ ট্রফি লাভ করে ভেনাস হাউজ। এছাড়াও, সাংস্কৃতিক বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে মারকারি হাউজ এবং রানার আপ ট্রফি লাভ করে জুপিটার হাউজ। সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে মারকারি হাউজ এবং রানার আপ ট্রফি লাভ করে ভেনাস হাউজ।

এ উপলক্ষ্যে প্রধান অতিথি বি এ এফ সেমস্ এর শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জনের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বি এ এফ সেমস্ এর পরিচালনা পর্ষদের সভাপতি এবং বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বি এ এফ সেমস এর অধ্যক্ষ গ্রæপ ক্যাপ্টেন মইনুল হক, বিইউপি, পিএসসি তার স্বাগত বক্তব্যে কলেজের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য সম্পর্কে সকলকে অবহিত করেন। সনদপত্র বিতরণের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের উদীয়মান শিল্পীরা নাচ, গান, কবিতা ও নাটকের মাধ্যমে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক এবং কলেজের ছাত্রছাত্রীরা দর্শক হিসেবে উপস্থিত ছিল।

 

 

সম্পর্কিত পোস্ট