Home » বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ সমাপ্ত

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ১৯ জানুয়ারি:- বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ আজ বৃহস্পতিবার (১৯-১-২০১৭) কলেজ প্রাঙ্গনে সমাপ্ত হয়।

বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ মফিদুর রহমান, বিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রী এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ২০১৭ সালের ক্রীড়া প্রতিযোগিতায় শের-ই-বাংলা হাউজ চ্যাম্পিয়ন এবং কবি নজরুল ইসলাম হাউজ রানার আপ হবার গৌরব অর্জন করে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট