Home » বিদায়ী সেনাবাহিনী প্রধানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

বিদায়ী সেনাবাহিনী প্রধানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২৫ জুন ২০১৮ ঃ বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এর বিদায়ী সংবর্ধনা আজ সোমবার (২৫-৬-২০১৮) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের নিকট দায়িত্বভার হস্তান্তরের পর সেনাবাহিনীর উধর্¡তন কর্মকর্তা ও সকল পদবির সদস্যের উপস্থিতিতে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।

এর আগে তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে “গার্ড অব অনার’ প্রদান করে। দায়িত্বভার হস্তান্তরের পূর্বে সেনাবাহিনী প্রধান গত ২৪ জুন ২০১৮ তারিখে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাত করেন।

সম্পর্কিত পোস্ট