চট্রগ্রাম, ০৫ সেপ্টেম্বর:- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা-২০১৯ বৃহস্পতিবার (০৫-০৯-২০১৯) চট্রগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে সমাপ্ত হয়।
নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে ২-২ গোলে খেলা ড্র হলে টাই ব্রেকারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান দল বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে ৩-১ গোলে পরাজিত করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ।
বিএএফ ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর দলের সার্জেন্ট আমিনুল প্রতিযোগিতায় মোট ১১ টি গোল করে সেরা খেলোয়াড় বিবেচিত হন।
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, ওএসপি, জিইউপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ০১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মুঃ কামরুল ইসলাম, জিইউপি, এনএসডবিøউসি, এএফডবিøউসি, পিএসসি উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ঘাঁটি এয়ার অধিনায়ক, উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত
২৮২