১৮৮
ঢাকা, ২৬ ফেব্রুয়ারিঃ- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি সস্ত্রীক এবং ০১ জন সফরসঙ্গীসহ রবিবার (২৬-০২-২০১৭) ০৮ দিনের এক সরকারী সফরে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তিনি সেখানেÒChief of Air Force Symposium and Australian International Air Show and Aerospace & Defence Exposition-2017” এ অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অস্ট্রেলিয়ায় অবস্থানকালে ঐদেশের বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাত সহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। বিমান বাহিনী প্রধানের অস্ট্রেলিয়া সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।