২৩১
ঢাকা, ১১ জুলাই:- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি ০৫ দিনের এক সরকারী সফরে মঙ্গলবার (১১-০৭-২০১৭) যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য Royal International Air Tattoo (RIAT)-2017 এ অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য “Air Power Conference” এ যোগদান করবেন। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি সামরিক ও বেসামরি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পেশাগত বিষয়ে আলোচনা করবেন।
বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।