Home » বিমান বাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ৩১ জানুয়ারিঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর সাথে নবনিযুক্ত নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি বৃহস্পতিবার (৩১-১-২০১৯) বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী সদর দপ্তরের পিএসও এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নৌ বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এছাড়াও তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। তিনি বিমান সদরে পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।

সম্পর্কিত পোস্ট