Home » বিমান বাহিনী লন টেনিস প্রতিযোগিতা শুরু

বিমান বাহিনী লন টেনিস প্রতিযোগিতা শুরু

Author: আইএসপিআর

যশোর, ২৭ ফেব্রুয়ারি ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতা আজ মঙ্গলবার (২৭-০২-১৮) যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর লন টেনিস গ্রাউন্ডে শুরু হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় বিমান বাহিনীর ৬টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় বিমান বাহিনী ঘাঁটি বাশার দল বিমান ঘাঁটি বঙ্গবন্ধু দলকে ২-০ সেটে পরাজিত করে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট