১৯৩
ঢাকা, ১২ ফেব্রূয়ারি ২০১৯: আসন্ন বিশ্ব ইজতেমা ২০১৯ উপলক্ষে ইজতেমায় আগত মুসুল্লিদের যাতায়াতের সুবিধার্থে টংগী জেলার তুরাগ নদীর উপর বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দৈর্ঘ্যরে ০৭টি ভাসমান ব্রীজ স্থাপন করে।
সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে গত ০৪ ফেব্রূয়ারি ২০১৯ তারিখ হতে সেনাবাহিনীর সদস্যগণ ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এই জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করে।
উল্লেখ্য, যে কোন জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলেয়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও সেনাবাহিনীর পক্ষ থেকে বিশ্ব ইজতেমা এলাকায় উক্ত ভাসমান ব্রীজ স্থাপন করা হয়েছে।