Home » বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন

Author: আইএসপিআর

ঢাকা, ১৪ নভেম্বর ২০২১: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আজ রবিবার (১৪-১১-২০২১) ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীর নেতৃত্ব দেন কনসালট্যান্ট ফিজিসিয়ান জেনারেল মেজর জেনারেল মোহা: আজিজুল ইসলাম। সম্মিলিত সামরিক হাসপাতালের কমাডান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী, চিফ ফিজিসিয়ান ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনেয়ারুল কবীর সহ অনেক চিকিৎসক, ইন্টার্ণ চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের মেডিক্যাল এসিস্ট্যান্ট এতে অংশগ্রহণ করেন।

র‍্যালীটি হাসপাতালের মূল সড়ক প্রদক্ষিণ শেষে অপারেশন থিয়েটার কমপ্লেক্সের সামনে এসে সমাপ্ত হয়। এখানে সংক্ষিপ্ত এক আলোচনায় কনসালট্যান্ট ফিজিসিয়ান জেনারেল ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত শরীরচর্চা বিশেষত ঘাম ঝরিয়ে হাঁটার উপর গুরুত্ব আরোপ করেন।

সম্পর্কিত পোস্ট