ঢাকা, ০২ এপ্রিল ২০১৭ ঃ ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat) তিন দিনের সফর শেষে আজ বিকালে (০২-৪-২০১৭) ভারতের একটি বিশেষ বিমানযোগে দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সেনাবাহিনীর লজিস্ট্কিস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় প্রতিনিধিদলটিকে বিদায় জানান।
সফরকালে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ৪ সদস্যের একটি প্রতিনিধিদল।
বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়াও তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করেন।
উল্লেখ্য, ভারতীয় প্রতিনিধিদলটি ৩ দিনের রাষ্ট্রীয় সফরের উদ্দেশে গত ৩১ মার্চ ২০১৭ তারিখে ঢাকা আগমন করেছিলেন।
ভারতীয় সেনাবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
২৫১