Home » মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ০৭ নভেম্বর ২০২০ (শনিবার) ঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত ২৫ অক্টোবর ২০২০ তারিখে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাজা আজ শনিবার (০৭-১১-২০২০) ঢাকা সেনানিবাসস্থ চপার্স ডেন-এ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ঢাকা সেনানিবাসের উধর্¡তন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজার পর সেনাবাহিনী প্রধানের পক্ষে কোয়াটার মাষ্টার জেনারেল (কিউএমজি) লেফট্যানেন্ট জেনারেল মোঃ সামছুল হক শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর শান্তিরক্ষীর মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়ী (বি এ কলেজ রোড, বিন্দুপাড়া, জেলাঃ সিরাজগঞ্জ) প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় নিহতের দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (Central African Republic) জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স কর্পোরাল মোঃ আব্দুল্লাহ আল মামুন, ৩৭ এসটি ব্যাটালিয়ন, আভিযানিক দায়িত্ব পালনকালে গত ২৫ অক্টোবর ২০২০ তারিখ “ডেলে” নামক স্থানে ব্যান এলকিউআরএফ-১ এর একটি ওয়াটার বাউজার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে নিহত হন।

প্রয়াত সেনাসদস্যের মরদেহ গত ০৬ নভেম্বর ২০২০ তারিখ সকাল ০৮১০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় এসে পৌঁছায়।

সম্পর্কিত পোস্ট