Home » মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

Author: আইএসপিআর

ঢাকা, ২৫ মার্চ: আগামীকাল ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ২২ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী :

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ (চৌদ্দ) জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (গানার) মো: ফেরদৌস মিয়া, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (গানার) মো: আসাদুল হক, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (কার্পেন্টার) মো: আলমগীর হোসেন মোল্যা, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো: এমদাদুল হক, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (ক্রিপ্টো) মোঃ আককাছ আলী, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোঃ রফিকুল ইসলাম, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোঃ কাউছারুল আলম, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: আছাদুজ্জামান, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোঃ জাকির হোসেন ভূইয়া, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) এইচ এম নূরুল ইসলাম, বীর; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোঃ ইউনুচ আলী, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এএগান) মোঃ রমিজ উদ্দিন, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (শিক্ষা জেসিও) মোঃ আনছার আলী, এইসি; অনারারী লেফটেন্যান্ট (ল্যাবঃ টেকঃ) মোঃ সামছুল আলম খান, এএমসি।

সেনাবাহিনীর ২২ (বাইশ) জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন:- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মোঃ শাহ জালাল, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) মোঃ আশরাফুল আলম, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মোঃ আব্দুল করিম, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (সার্ভেয়ার) মোঃ আঃ রাজ্জাক, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মোঃ আক্কাছ আলী, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওবিএম) মো: আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) শেখ আব্দুল মান্নান, সিগন্যালস; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোল্লা আবু জাফর, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ মোস্তফা কামাল, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোঃ আইয়ুব আলী, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ মোজাহার আলী, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোঃ জাহাঙ্গীর আলম, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহিঃ) মোঃ মনিরুজ্জামান মল্লিক, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (শিক্ষা জেসিও) মোঃ নজরুল ইসলাম, এইসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোঃ আসলাম উদ্দীন, এসিসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) এস এম হুমায়ুন কবির, এসিসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক), মোঃ মতিউর রহমান, এসিসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোঃ আব্দুস ছালাম, এসিসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোঃ আবদুল আউয়াল, এসিসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) মো: সাইফুর রহমান, এসিসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ডিটি) মো: আলতাফ হোসেন প্রধান, এডিসি।

বাংলাদেশ নৌবাহিনী :

এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ১০ (এগার) জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। তারা হচ্ছেন: মোহাম্মদ নজরুল আমিন, এমসিপিও (কম); মোঃ মিজানুর রহমান, এমসিপিও (এক্স)(কিউআরপি-১); মোহাম্মদ ছরওয়ার জাহান, এমসিপিও (আর); মোহাম্মদ সোলায়মান আলী খান, এমসিপিও (ই); মোহাম্মদ আবদুস সেলিম খাঁন, এমসিপিও (এক্স)(জিআই); আলমগীর মোহাম্মদ মিজানুর রহমান, এমসিপিও (এক্স)(পিআরআই); মোহাম্মদ জহুরুল ইসলাম, এমসিপিও (এক্স)(জিএ-১); মোহাম্মদ আবদুল কাইয়ুম মিঞা, এমসিপিও (এস); দীপক কুমার বিশ্বাস, এমসিপিও (মেড)(আইসিএ);মোহাম্মদ সিরাজুল ইসলাম, এমসিপিও (ক্যাট)।

উল্লেখ্য, সেনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০১৮ থেকে কার্যকর হবে এই মর্মে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট