১৮০
মাদারীপুর, ১৯ নভে¤¦র ২০১৬:- মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন পান্তাপাড়া ব্রিজের কাছে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর ১৪ সদস্যের ডুবুরী দল। এ ঘটনায় দুই জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। দূর্ঘটনার পর পরই নৌবাহিনীর একটি উদ্ধারকারী ডুবুরী দল খুলনা থেকে দূর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। নৌবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণ সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। যাত্রাপথে মাদারীপুরের পান্তাপাড়া ব্রিজ পার হওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়। এসময় যাত্রীদের মধ্য থেকে আনুমানিক ১০ জন নিখোঁজ হন।