Home » মালদ্বীপ এর প্রতিরক্ষা বাহিনী প্রধানের সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপ এর প্রতিরক্ষা বাহিনী প্রধানের সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ০১ এপ্রিল ২০২১ঃ বাংলাদেশে সফররত মালদ্বীপ এর প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল (Major General Abdulla Shamaal) বৃহস্পতিবার (০১-০৪-২০২১) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় উভয় দেশের সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ পরিচালনা, প্রতিরক্ষা বিষয়ে বিশেষজ্ঞ বিনিময়,পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, শুভেচ্ছা সফর এবং চলমান কোভিড-১৯ মহামারী মোকাবেলায় চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়সমূহ প্রাধান্য পায়।

সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে সকালে মালদ্বীপ এর প্রতিরক্ষা বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদৎবরণকারী বীর শহীদদের স¥ৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে “গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল সেনাকুঞ্জে বৃক্ষ রোপন করেন।

উল্লেখ্য, মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এর নেতৃত্বে ০৫ সদস্যের মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিনিধি দল সাত দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩১ মার্চ ২০২১ তারিখ ঢাকায় আগমন করেন। প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স¥ৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বান্দরবানের নিলগিরি, বাংলাদেশ মিলিটারী একাডেমী, খুলনা শীপইয়ার্ড, সুন্দরবন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন।

সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ০৬ এপ্রিল ২০২১ তারিখ মালদ্বীপে প্রত্যাবর্তন করবেন।

সম্পর্কিত পোস্ট