Home » মিলিটারী পুলিশ সপ্তাহ-২০১৬ পালিত হচ্ছে

মিলিটারী পুলিশ সপ্তাহ-২০১৬ পালিত হচ্ছে

Author: আইএসপিআর

ঢাকা, ১৯ অক্টোবর ২০১৬:- ঢাকা ও মিরপুর সেনানিবাসে পালিত হচ্ছে মিলিটারী পুলিশ সপ্তাহ-২০১৬। এই দুই সেনানিবাসে কর্মরত ও অবস্থানরত সামরিক ও অসামরিক সদস্য ও তাদের পরিবারবর্গদের সেনানিবাসের নিয়ম শৃংক্ষলা সম্পর্কে সচেতন করা হচ্ছে । এছাড়া সেনানিবাসে আগত অন্যান্য ব্যক্তিবর্গদের সেনানিবাসের ভেতরে বসবাস ও চলাচলের নিয়মনীতি সর্ম্পকে অবগত করানো হচ্ছে।

এ উপলক্ষে সচেতনতামূলক বিভিন্ন তথ্য সম্বলিত ব্যানার ও ফেষ্টুন সেনানিবাসে স্থাপন করা হয়েছে। তাছাড়া হেন্ডমাইকের সাহায্যেও ট্রাফিক আইন মেনে চলতে সেনানিবাসে চলাচলকারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে ।

উল্লেখ্য, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল এস এম মতিউর রহমান এএফডব্লিউসি, পিএসসি ( S M Matiur Rahman  )  রবিবার (১৬-১০-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে মিলিটারী পুলিশ সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন । আগামী ২২ অক্টোবর ২০১৬ তারিখ পর্যন্ত তা চলবে।

সম্পর্কিত পোস্ট