৩৯৫
ঢাকা, ০২ ডিসেম্বর ২০২১: মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত ভিআইপি কমপ্লেক্স বুধবার (০১ ডিসেম্বর ২০২১) সন্ধ্যা ৭ টায় বিএনসিসি একাডেমী, বাইপাইল, সাভারে উদ্বোধন করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনসিসি ভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি।
এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিএনসিসি অধিদপ্তরের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।