Home » রংপুর ও বগুড়ায়  সেনাবাহিনীর ব্যবস্থাপনায় কর্মহীন অসহায় এবং দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রংপুর ও বগুড়ায়  সেনাবাহিনীর ব্যবস্থাপনায় কর্মহীন অসহায় এবং দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Author: আইএসপিআর

ঢাকা, ১১ মে ২০২১ (মঙ্গলবার)ঃ দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি. পিএইচডি এর নির্দেশে বরাবরের মত কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (১১-০৫-২০২১) সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রংপুর সেনানিবাস সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা ও কেরানির হাট হাইস্কুল মাঠে ৩০০টি কর্মহীন অসহায় এবং দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, আজ বগুড়া সেনানিবাস সংলগ্ন বীরগ্রাম এলাকায় ২৫০টি কর্মহীন অসহায় এবং দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে  চাল, ডাল, চিনি, তৈল, আটা ছোলা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণসহ নিতা প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

সম্পর্কিত পোস্ট