Home » রংপুর ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ৭ম পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত

রংপুর ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ৭ম পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

রংপুর, ১০ মার্চ ২০২৩(শুক্রবার): আজ (১০ মার্চ ২০২৩) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘রকা’ কর্তৃক আয়োজিত ৭ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদ, মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি। প্রধান অতিথি ক্যাডেট কলেজ প্রাঙ্গনে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডরিøউসি, পিএসসি এবং কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ আশরাফুল ইসলাম, এসপিপি, পিএসসি, সিগন্যালস ও সভাপতি, রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘রকা’ ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ এহতেশামুল হক (অবঃ) ও অভ্যাগত অতিথিবৃন্দ। এসময় প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটদের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে অভিবাদন জানান। প্রধান অতিথি তার বক্তব্যে ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়োনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীরভাবে স্মরণ করেন। সেই সাথে তিনি স্বাধীনতার এই মাসে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এছাড়া দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সাথে মতবিনিময় ছাড়াও প্রধান অতিথি পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রগণ; স্থানীয় ফরমেশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; রংপুর কলেজের অধ্যক্ষ; শিক্ষকগণ; গণমাধ্যম ব্যক্তিবর্গ; ক্যাডেট কলেজের প্রাক্তন ও বর্তমান ক্যাডেটগণ এবং বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট