Home » লেবাননের বৈরুত বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনী জাহাজ মেরামতে প্রয়োজনীয় সহায়তা করছে তুরস্ক

লেবাননের বৈরুত বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনী জাহাজ মেরামতে প্রয়োজনীয় সহায়তা করছে তুরস্ক

Author: আইএসপিআর

ঢাকা, ৩১ আগস্ট ২০২০ঃ লেবাননের রাজধানী বৈরুত বন্দরের বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনী জাহাজ বিজয় মেরামতে প্রয়োজনীয় সকল সহায়তা করছে বন্ধু প্রতীম দেশ তুরস্ক। এ উপলক্ষ্যে তুরস্ক নৌবাহিনীর টাগ বোট এর সাহায্য নিয়ে বৈরুত থেকে প্রায় ৪৫০ মাইল সমুদ্রপথ অতিক্রম করে নৌবাহিনী জাহাজ বিজয় গত ৩০ আগস্ট তুরস্কের আকসাজ (অকঝঅত) নেভাল ডকইয়ার্ডে পৌঁছায়। উক্ত ডকইয়ার্ডে বানৌজা বিজয়ের প্রয়োজনীয় মেরামতের কাজ পরিচালিত হবে। মেরামত শেষে জাহাজটি আগামী ৭ই সেপ্টেম্বর লেবাননের বৈরুতের উদ্দেশ্যে রওনা করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত থাকা অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয় গত ৪ই আগস্ট রাজধানী বৈরুত বন্দরের বিস্ফোরণের কারনে ক্ষতিগ্রস্ত হয়।

 

সম্পর্কিত পোস্ট