ঢাকা, ২২ মার্চ ২০১৮ ঃ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাসে আজ বৃহস্পতিবার (২২-৩-২০১৮) কলেজের ডিবেটিং ক্লাব কর্তৃক SDS National Debate-২০১৮ শুরু হয়েছে। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ২৫টি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ৪৮টি টিমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকরছে। অনুষ্ঠানে স্কুল ও কলেজ পর্যায়ে বাংলা সংসদীয় বিতর্ক, বারোয়ারি বির্তক প্রতিযোগিতা ও সমাপনী দিবসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আজ উদ্বোধনী দিবসে পরিচালক, আইটি পরিদপ্তর, সেনাসদর ও কলেজ পরিচালনার পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। আগামী ২৪ মার্চ ২০১৮ সমাপনী দিবসে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল এম এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
শহীদ আনোয়ার গার্লস কলেজে SDS National Debate অনুষ্ঠিত
২১২