১৯৪
ঢাকা, ২৪ অক্টোবর ২০২২ ঃ শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভা আজ, সোমবার (২৪-১০-২০২২) ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)- এর সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কো-চেয়ারম্যানবৃন্দ, ভাইস চেয়ারম্যান, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আয়োজন উপলক্ষে বিভিন্ন কমিটি গঠন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে লোগো, মাসকট ও থিম সংক্রান্ত বিষয়ে স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা করা হয়।