ঢাকা, ০৫ জানুয়ারি ২০২২ঃ শ্রীলংকা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ’ আজ বুধবার (০৫-০১-২০২২) চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় বানৌজা ঈসাখানের অধিনায়কসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ সফরে বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামান এর নেতৃত্বে ২৭ জন কর্মকর্তাসহ সর্বমোট ২৪৮ জন নৌসদস্য অংশগ্রহণ করে। জাহাজটি এ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশসমূহের সাথে সু-সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য, এর আগে জাহাজটি গত ১৪ ডিসে¤¦র ২০২১ তারিখ সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে।