১৮৪
ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২০ (বৃহস্পতিবার)ঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি ০৫ দিনের সরকারি সফরে আগামীকাল ০৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ (শুক্রবার) নেপাল গমন করবেন।
সফরকালে তিনি নেপালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহকারী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধান এর সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান তাঁদের সাথে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করবেন। সফরকালে তিনি একাধিক সামরিক/ অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন।