২৭৭
ঢাকা, ২৯ আগষ্ট ২০১৬ ঃ সুদানের দারফুরের জাতিসংঘ মিশনে বাংলাদেশী শান্তিরক্ষী কন্টিজেন্ট ফোর্স রিজার্ভ কোম্পানী/২ এর তত্ত্বাবধানে সম্প্রতি এলজেনিনা শরণার্থী শিবিরে (IDP-Internally Displaced persons) চিকিৎসা সহায়তা প্রদান করা হয় । এখানে প্রায় ৫ হাজার শরণার্থী বসবাস করে ।
বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় এই চিকিৎসা সেবা কার্যক্রম সুদান সেনাবাহিনীসহ অন্যান্য দেশের সেনাবাহিনীর চিকিৎসকগণ অংশগ্রহণ করেন । দিনব্যাপী ঐ কার্যক্রমে বিনামূল্যে প্রায় ৬ শতাধিক অসহায় দুস্থ রোগীদের বিভিন্ন রোগের জন্য ঔষধ প্রদান ছাড়াও ম্যালেরিয়া রোগ নির্ণয়সহ রওে“র অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয় । তাছাড়া কয়েকটি মাইনর অপারশেনও করা হয় ।
উল্লেখ্য, উক্ত সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধী দুস্থদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।