ঢাকা, ০২ ফেব্র“য়ারি ২০১৭ঃ সুদানের দারফুরে জাতিসংঘ মিশন (ইউনামিড) এ কর্তব্যরত বাংলাদেশী শান্তিরক্ষী (ব্যানএফআরসি/২) এর উদ্যোগে সম্প্রতি স্থানীয় এল-জেনিনা কারাগারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় কারা কর্তৃপক্ষের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই চিকিৎসা শিবিরে প্রায় শতাধিক কারাবন্দী এবং কারারক্ষীদের ম্যালেরিয়াসহ অন্যান্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও একই দিনে অত্র কন্টিনজেন্ট এল-জেনিনার ‘আর্দামাতা উদ্বাস্তু শিবির’ এ অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে।
এছাড়াও সোমবার (৩০-১-২০১৭) বাংলাদেশী কন্টিনজেন্টটি স্থানীয় এল-জেনিনা বিশ¡বিদ্যালয়ের মেডিক্যাল অনুষদের সহযোগিতায় এইচআইভি-এইডস এবং ম্যালেরিয়া রোগের উপর সচেতনতামূলক সেমিনার আয়োজন করে। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশী কন্টিনজেন্টের সিনিয়র মেডিক্যাল অফিসার লেঃ কর্নেল মোঃ মনিরুল হক । স্থানীয় বিশ¡বিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সেমিনারে দারফুর পশ্চিম অঞ্চলের সেক্টর কমান্ডার ছাড়াওবাংলাদেশী কন্টিনজেন্টের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন। প্রায় এক হাজার ছাত্রছাত্রী এই সেমিনার হতে সুদানের বাস্তবতার প্রেক্ষাপটে এইচআইভি-এইডস এবং ম্যালেরিয়ার উপর সচেতনতামূলক জ্ঞান অর্জন করে। সুদানে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টের এ সকল মানবিক কার্যক্রম স্থানীয়দের মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
সুদানে বাংলাদেশী শান্তিরক্ষী কর্তৃক কারাবন্দীদের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও সচেতনতামূলক সেমিনার আয়োজন
২১৩