৩১১
ঢাকা, ২৮ জুন ২০১৮ ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ (General Aziz Ahmed) এর সাথে বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লানবা (Sunil Lanba) আজ বৃহস্পতিবার (২৮-৬-২০১৮) সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পারিক কুশলাদি বিনিময় ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ভারতীয় নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুদেশের সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ বক্ত করেন। সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সফরের জন্য এডমিরাল সুনীল লানবাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ভারতীয় তিন সদস্যের প্রতিনিধি দলটি রবিবার (২৪-০৬-২০১৮) ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন।