Home » সেনাবাহিনীর আর্টডকের ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারে শুকনো খাবার বিতরণ

সেনাবাহিনীর আর্টডকের ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারে শুকনো খাবার বিতরণ

Author: আইএসপিআর

ঢাকা, ২৯ জুলাই ২০২০ (বুধবার) ঃ কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর নির্দেশনার আলোকে সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) ঈদ-উল-ফিতরের ন্যায় ঈদ-উল-আযহাতেও ঈদ উপহার নিয়ে দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। এরই অংশ হিসেবে আর্টডক এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রুপ এর ২১ ইষ্ট বেংগল এর তত্ত্বাবধানে আজ (২৯ জুলাই ২০২০) ময়মনসিংহ নগরীর ২৯ নং ওয়ার্ডের ৩০০ পরিবার এবং ৪৫ স্বতন্ত্র ফিল্ড কোম্পানী ইঞ্জিনিয়ার্স এর তত্ত্বাবধানে নগরীর ১৯, ২০ এবং ২১ নং ওয়ার্ডের ৩০০ পরিবারসহ সর্বমোট ৬০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্টডক দরিদ্র জনগোষ্ঠী ও অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও সাধ্যানুযায়ী আর্টডক কর্তৃক এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে সকলকে অবহিত করেন।

উল্লেখ্য, আর্টডক এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ কর্তৃক বার হাজার এর অধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ, সাত হাজার এর অধিক ফেস মাস্ক, সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজারসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের পাশেও এসে দাঁড়িয়েছে আর্টডক। সে লক্ষ্যে কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য পিপিই, হেড কভার ও সু কভার প্রদান করা হয়েছে। করোনা সঙ্কটে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিকট হতে সরাসরি সবজি ক্রয় এবং বিনামূল্যে সবজির বীজও বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট